স্টাফ রিপোর্টার: নির্যাতন ও হয়রানির প্রতিবাদে এবং জয়দেবপুর থানার ওসির অপসারণের দাবিতে শহরে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। ৩১ মে শনিবার বিকাল সাড়ে ৫টায় গাজীপুর শহরে এ মিছিল-সমাবেশ হয়। মিছিলটি শিববাড়ি থেকে শুরু হয়ে রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল্লাহ শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কাজী আজিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ, সাধারণ সম্পাদক মারুফ দর্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সাজু, ছাত্রলীগ নেতা মোঃ শরিফ ও মোঃ আরিফ হোসেন প্রমূখ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বলেন, যারা মিছিল করেছেন, তারা সারা জেলায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চাঁদার দাবিতে হাসপাতালের অ্যাম্বুলেন্স আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত করছেন তারা। সম্প্রতি ৭/৮টি স্পর্শকাতর ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় বেশ কয়েকটি মামলা হওয়ার কারণে উত্তেজিত হয়ে ওই ধরনের মিছিল হয়ে থাকতে পারে।
গাজীপুরে ওসির অসারণের দাবিতে ছাত্রলীগের মিছিল
Facebook Comments