বাংলাদেশ সাহিত্য পরিষদের এ মাসের সেরা তিন কবির কবিতা

0
25
Print Friendly, PDF & Email

১ম**সর্বনাশী বর্ষবরণ**
যোবায়ের আহমাদ

নববর্ষের নগ্ন নবারুন, নষ্টার নিষিদ্ধ নয়ন।
বর্ষবরণে বলাৎকার, বখাটেই বশিভুত বগীর বস্রহরণ।
মদ্যপায়ী মাতাল, মোহাচ্ছন্নতায় মন্ডিত মন্ত্রেই মুগ্ধ মস্তিষ্ক।
অদ্ভূত অসভ্য অভিষেক, অর্থের অহেতুক অপচয়, অবুঝ অধমেরা অচেতন।
কট্টর কামিনীর কোমল কটিদেশ, কচি কঙ্কণীর কলরব, কভু কম্পন।
সীমাহীন সংস্রবে সর্বনাশী সন্তান, সঙ্গীর সম্ভ্রম সমাপ্ত।

২য়**মুখোশধারী**
আনামিয়া

ওদের মুখোশে মুগ্ধ হয়ে
দৈনিক চল্লিশ বার
সালাম করে যাই, এমনি
সমাজের আরো শত শত সদ্যজাত ।
ওদের পূঁজিতে আমরা ব্যস্ত
মনোরঞ্জনে সদাই মত্ত
গ্রীষ্ম, বর্ষা হয়ে বসন্ত
অবিরাম চব্বিশ ঘন্টা ।।

কিন্তু প্রতিদানে যা পাচ্ছি সরল জ্ঞানে
সমাজে যত অনিয়ম উচ্ছৃংখল
হানাহানী থেকে হত্যা কান্ড
ওদের কু কর্মের ফসল
নিঃসৃত দান ।।

ওরা ঘটায়, রটায়, ঘাটায়
ক্ষণে ক্ষণে সাঁজে শত রুপা
সাপ হয়, ওঝা হয়
যখনি যা সাঁজে ।।

ওদের চেনা মুষ্কিল বড়োই
বেপরোয়া ভাব, ভঙ্গি, চলন, কথন
জায়নামাজে দেখেছি যারে ধ্যানে
মসজিদে, মন্দিরে, গির্জায় ।
দেখেছি আমি তারে বেশ্যার করোবন্ধি ।
রাতের আঁধারে কোন এক চৌরাস্তায়
দাঁড়িয়ে দাঁড়িয়ে উপার্জন করছে
দিনের আয়োজন ।।

৩য়**হেরার হাওয়া**
কে এম আলাউদ্দীন

অপরূপ প্রকৃতির উম্মুক্ত সিথানে, ধ্যানমগ্ন
কে এক তাপস ভীষণ উদাস।
বিচিত্র বর্ণের প্রভা, লৌকিক সময় তার
অনুক্ষণ জীবনের মৌল প্রশ্নে ভীষণ চঞ্চল।

লতাগুল্ম, সবুজের দোদুল্য বিশ্বাসী ফুল
সময়ের ব্যবধানে ঝরে গেছে বহু ;
মাটির সেপাহী, পাখি, বন ও নগর কি এক
হাওয়ার খোঁজে যাযাবরী সভ্যতায়,
ব্যাকুল বাউল।

চারিদিকে অবিশ্বাস ক্রূড়, নষ্ট বিদেহী সমাজ
দেহজ ধ্যানের ভাঁজে শুধু এক অনির্বাণ পবিত্র প্রদীপ
আলো আঁধারীর খেলায়, মেলায়
জ্যোতির ঝাপ্টায় যেন
কি এক ঈঙ্গিত তার পুচ্ছ নাচায়।

প্রকৃতির সব কথা, কোলাহল রঙ্গের ফানুস,
আকাশ ও মাটির গান মৌনতার বিমুক্ত শেকড়।
জড়ের জাহাজ যেন ডুবে গেছে তাপসের
তৃপ্ত ’থীর চোখের অতলে।

ধ্যানী—অস্থির চাদরে ঢাকা
মাঝে মাঝে সেও বুঝি নিজের অস্তিত্ব নিয়ে উধাও অজ্ঞাতে—–

তা হলে কি অপেক্ষার ধ্যানের বাহন
এখানেই ফেলবে নোঙর! সময় কি এখানেই
সকল সম্পদ তার উগড়ে দেবে নাকি?

অজ্ঞতার আঁচলে ঢাকা ভৌতিক
সভ্যতার বদ্ধ দুয়ার বুঝি
আলোর বন্যায় আজ ভেসে চলে যাবে!
হাওয়ায়, নগরে, মনে পৃথিবীর আদিম আলয়ে
বড়ই পবিত্র এক মৌল নিশান নাচছে ভীষণ।

Facebook Comments