অপসারিত শিক্ষকদের পুনর্বহালসহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছে বেসরকারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের সামনে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের শিক্ষার্থী একরামুল হাসান বলেন, ‘নকল পিএইচডি ডিগ্রিধারী ভিসি শিক্ষার্থীদের সাথে নানাভাবে প্রতারণা করছেন। আমরা আমাদের অপসারিত শিক্ষকদের পুনর্বহাল, ভিসির অপসারণ ও শিক্ষার্থীদের সাথে প্রতারণা বন্ধের তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছি। দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
Facebook Comments