চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং ভারপ্রাপ্ত উপাচার্যের অপসারণের দাবিতে সাউথ-ইস্ট ইউনিভার্সিটির বনানী শাখার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ও পাশের সড়কে বিক্ষোভ করছেন। সকাল ৯টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। গাড়ি দিয়ে বন্ধ করে রাখা হলো সাউথ-ইস্টের প্রধান ক্যাম্পাস এর গেট।
জানা গেছে, ভিসির অপসারণ ও চাকরিচ্যুত ১২ জন শিক্ষককে পুনর্বহালসহ শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে সকালে থেকে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষর্থীরা বলছে তাদের এই দাবি না মেনে নেওয়া প্রজন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।
Facebook Comments